thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

রামগঞ্জে সংঘর্ষে যুবলীগকর্মী নিহত

২০১৩ অক্টোবর ২১ ১০:৫১:২৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
রামগঞ্জে সংঘর্ষে যুবলীগকর্মী নিহত
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রামগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংর্ঘষ হয়েছে। সংঘর্ষে ফরিদুল ইসলাম নামে এক যুবলীগকর্মী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের একজন মামুনুর রশিদ মামুনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ৮টায় রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের বাবা শহীদ উল্যা রাত ১২টায় ১৮ জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের বলিবাড়ির বিএনপিসমর্থিত মাওলানা মাসুদ আলম ও একই গ্রামের ফকিরবাড়ির আওয়ামী লীগসমর্থিত শহীদ উল্যার পরিবারের দীর্ঘদিন যাবৎ বাড়িসংলগ্ন খাল নিয়ে বিরোধ চলে আসছে।

রবিবার বিকালে ফুটবল খেলা শেষে রাত ৮টার দিকে ফকিরবাড়ির লোকজন তাদের বাড়িতে পিকনিকের আয়োজন করে। এ সময় ফকিরবাড়ির আওয়ামী লীগ নেতা আমির হোসেন বিএনপি ও জামায়াতের কর্মীদের পিকনিক অনুষ্ঠানে অশ্লীল ভাষায় গালাগাল করলে বলিবাড়ির বিএনপি নেতা মাওলানা মাসুদ আলম প্রতিবাদ জানান। কথা কাটাকাটির এক পর্যায়ে আমির হোসেন ও অন্যরা মাওলানা মাসুদকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন।

এ সময় তার চিৎকারে বলিবাড়ির লোকজন এলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে শহীদ উল্যার ছেলে যুবলীগকর্মী ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হন। আহত মামুনুর রশিদ মামুনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলাকোট ইউনিয়ন যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

মাওলানা মাসুদের আত্মীয় সাইফুল ইসলাম জানান, সেখানে আমির হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে সত্য, কিন্তু ফরিদুল ইসলাম কীভাবে মারা গেছেন তা আমরা কেউ বলতে পারব না।

তদন্ত কর্মকর্তা এসআই শামছুল হক জানান, আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। মূল আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম আখন্দ জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর