thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে নাশকতায় পুলিশ ও সাংবাদিক আহত

২০১৩ নভেম্বর ২৭ ১৯:৫৩:৪২
রাজধানীতে নাশকতায় পুলিশ ও সাংবাদিক আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মধ্য দিয়ে বুধবার রাজধানীতে অতিবাহিত হয়েছে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি। এ সময় মিরপুরে হামলা হয়েছে কর্তব্যরত দুজন গণমা্ধ্যম কর্মীর উপর।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, বুধবার সকাল ৭টার দিকে মিরপুর কালসি এলাকায় শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে। তারা একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করে। সেখানে দায়িত্বপালনকালে ছাত্র শিবির ও যুবলীগ কর্মীদের হাতে পিটুনির শিকার হন সময় টেলিভিশনের রিপোর্টার জাফর সাদিক ও ক্যামেরাম্যান পাভেল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ। ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে সকাল ১০টার দিকে বিমানবন্দর সংলগ্ন হাজী ক্যাম্পের সামনে দুর্বৃত্তরা ৫টি গাড়ি ভাংচুর করে। এসময় তারা ৩টি গাড়িতে অগ্নিসংযোগ করে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে ১২ রাউন্ড ফাকাগুলি ছুড়লে দুর্বৃত্তরা পাল্টা ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

একই সময় ধানমন্ডি এলাকায় ৭টি ও আজিমপুরে ৬টি ককটেল বিষ্ফোরণ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার দক্ষিণ খানে হাজী ক্যাম্পের সামনে ৩টি গাড়িতে (ঢাকা মেট্রো-গ, ১১-০৩৪০; ঢাকা মেট্রো-খ, ১১-০২৮৯; ঢাকা মেট্রো-গ, ১১-১৭২৮) অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় ৪ জনকে আটক করে পুলিশ।

এদিকে দুপুর ১২টার দিকে রায়সাহেব বাজার এলাকায় পুলিশ একটি ব্যাগ উদ্ধার করে। তল্লাশির সময় ব্যাগের ভিতরে থাকা ককটেল বিস্ফোরিত হয়ে সূত্রাপুর থানার এএসআই শাহ আলম আহত হন। ওই থানার ওসি খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দুপুর ১টায় মিডফোর্ড এলাকায় ১০টি ককটেল বিষ্ফোরণ ঘটে। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

একই সময় গুলশান এলাকার হোটেল ওয়েস্টিনের সামনে মোটরসাইকেলে চড়ে ৩টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে শান্তিনগর মোড়ে ৩টি ককটেল বিষ্ফোরণ ঘটে। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তখন পুলিশ ফাঁকা রবার বুলেট ছুড়লে তারা পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এসআর/এইচএস/এমডি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর