thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দাউদকান্দিতে সংঘর্ষে ৫ পুলিশ আহত

২০১৩ নভেম্বর ২৭ ২১:৩৭:৩৫
দাউদকান্দিতে সংঘর্ষে ৫ পুলিশ আহত

দ্য রিপোর্ট সংবাদদাতা : অবরোধের দ্বিতীয়দিনে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় পুলিশ ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আবুল ফয়সাল জানান, অবরোধকারীরা পুলিশকে লক্ষ করে ৫০টির বেশি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩৮ রাউন্ড গুলি ছোড়ে।

এদিকে অবরোধকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে অগ্নিসংযোগ, পাথর ও গাছের গুড়ি ফেলে দাউদকান্দির গৌরীপুর, শহীদনগর, হাসানপুর, দাউদকান্দি বিশ্বরোড, টোলপ্লাজা, জিংলাতলী, রায়পুর, দৌলতপুর ও ইলিয়টগঞ্জে মহাসড়ক অবরোধ করে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এআইএম/এসবি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর