thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

আপন ঠিকানায় চট্টগ্রামের দুই নাবিক

২০১৪ জুন ১৪ ১৫:২৩:৩৮
আপন ঠিকানায় চট্টগ্রামের দুই নাবিক

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে নিজ বাড়িতে ফিরেছেন সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে আসা জাকির হোসেন ও আমিনুল ইসলাম রাজিব নামে দুই নাবিক। শনিবার সকাল ১১টায় ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানযোগে ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসেন তারা।

বিমানবন্দরের সহকারী পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান জানান, দীর্ঘদিন পর নাবিকদের ফিরে পেয়ে তাদের পরিবার খুশিতে আত্মহারা। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হয়ে তারা আনোয়ারা উপজেলা মেরিন একাডেমি এলাকায় নিজ বাড়িতে যান।

রাজীবের বাবা নুরুল ইসলাম বলেন, ‘আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। এ আনন্দ বলে বোঝাতে পারব না।’

ভারত মহাসাগরে ২০১০ সালের নভেম্বর মাসে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি আলভেদো। জাহাজটি আমিরাত থেকে কেনিয়া যাচ্ছিল। জাহাজে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইরানের মোট ২৬ জন নাবিক ছিল।

(দ্য রিপোর্ট/কেএইচএস/একে/আরকে/জুন ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর