thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ইত্তেফাক মোড়ে ককটেল বিস্ফোরণে গাড়িচালক আহত

২০১৩ নভেম্বর ২৭ ২৩:১৬:৪৭
ইত্তেফাক মোড়ে ককটেল বিস্ফোরণে গাড়িচালক আহত

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ইত্তেফাক মোড়ে ককটেল বিস্ফোরণে যাত্রীবাহী বাসের এক চালক আহত হয়েছেন। আহত চালকের নাম চালক আবদুল হান্নান(৪০)। রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।

আবদুল হান্নান দিরিপোর্টকে বলেন, আমি বলাকা গাড়ির চালক। গাজীপুর থেকে সায়েদাবাদ যাওয়ার পথে ইত্ত্ফোক মোড়ে আসলে দুর্বৃত্তরা আমার গাড়ি লক্ষ্য করে ৫ টি ককটেল নিক্ষেপ করে।তিনটি ককটেল মাটিতে পড়ে বিস্ফোরিত হয় আর দুটি ককটেল বাসের জানালায় লেগে আমার মাথার ডানপাশে স্প্লিন্টার বিদ্ধ হয়্।

আহতাবস্থায় আমজাদ হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে জানান। বর্তমানে তিনি ১০৩ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার বাসা যাত্রাবাড়ী এলাকায়।তিনি মানিকনগরের ৭০/২ নম্বর বাসায় থাকেন।

(দিরিপোর্ট/এসআর/এপি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর