thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

অবরোধ বাড়ল শুক্রবার ভোর ৫টা পর্যন্ত

২০১৩ নভেম্বর ২৮ ০১:৫৪:০২
অবরোধ বাড়ল শুক্রবার ভোর ৫টা পর্যন্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি আরো ১১ ঘণ্টা বাড়ানো হয়েছে। দ্বিতীয়বারের মতো ১১ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। এই নিয়ে অবরোধ বাড়ল ২৩ ঘণ্টা।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের বিষয়টি জানান দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এর আগে বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১২ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘোষণা দেওয়া হয়েছিল। এই নিয়ে ১২ ঘণ্টার মধ্যে দুবার অবরোধ বাড়ালো ১৮ দলীয় জোট।

নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে সোমবার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা আসে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে।

অবরোধ চলাকালীন দেশব্যাপী ‘সরকারের হত্যা, গুলি, হামলা ও বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে অবরোধ বাড়ানো হয় বলে জানান বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘অবরোধ চলাকালে সরকারের গুণ্ডা বাহিনী, র‌্যাব-পুলিশের গুলিতে নিহত বিরোধী দলের নেতাকর্মীদের গায়েবানা জানাজা কর্মসূচি শুক্রবার বাদ জুমা দেশব্যাপী পালন করবে ১৮ দলীয় জোট।’

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, ‘একতরফা নিবার্চনের তফসিল ঘোষণা করে সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ষোষণা করেছে।’

প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘কিসের গণতন্ত্র, কিসের ভোট। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই।’

সংবাদ সম্মেলনে রিজভী দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনের সার্বিক চিত্র তুলে ধরেন।

রিজভী আহমেদ বলেন, ‘শান্তিপূর্ণভাবে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন কর্মসূচি চলছে। এ কর্মসূচিকে সরকার নিষ্ঠুরভাবে দমন করার জন্য এহেন পন্থা নেই যা করেনি।’

বিএনপির এ যুগ্মমহাসচিব বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাদেশে নারকীয় তাণ্ডব চালিয়েছে। তাদের পেশীশক্তি ছাত্রলীগ ও যুবলীগ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।’

তিনি জানান, অবরোধকে কেন্দ্র মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে নিহত হয়েছেন ৫ জন। আহত ১২শ জনের অধিক। ৫ হাজারের বেশি নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সাড়ে ৪শ’ বেশি নেতাকর্মীকে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রকাশিত একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, ‘সরকারের এজেন্টরা পরিকল্পিতভাবে এ ঘৃণ্য কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে।’ তিনি বিএনপির কোনো বিবৃতির ব্যাপারে দলের দফতরের সঙ্গে যোগাযোগের জন্য সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের ওপর ককটেল হামলার নিন্দা জানান রিজভী। একই সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।

(দ্য রিপোর্ট/ টিএস/এমএইচ/এনডিএস/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর