thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

সীতাকুণ্ডে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৫০

২০১৩ অক্টোবর ২১ ১২:১৪:০০
সীতাকুণ্ডে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৫০
সীতাকুণ্ড সংবাদদাতা : সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে মো. শাহরুখ হাওলাদার (১৮) নামে এক যাত্রী নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি ক্লিনিক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে চার যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টায় চট্টগ্রামমুখী একটি ঈগল পরিবহনের বাস (নং ঢাকা মেট্রো ব-১৪-০৮২৮) সীতাকুণ্ডের ফকিরহাট ইকোপার্ক এলাকা অতিক্রম করার সময় চাকা ফেটে যাওয়ায় থেমে যায়। এ সময় ওই বাসের পেছনে থাকা চাঁদপুর পরিবহনের একটি বাস (নং চট্ট মেট্রো ব-০২-০১২৭) দ্রুতগতিতে থাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন।

আহতদের উপজেলা সরকারি হাসপাতাল, মডার্ন হাসপাতাল ও চমেক হাসপাতালে ভর্তি করা হলে সীতাকুণ্ড হাসপাতালে শাহরুখ হাওলাদার নিহত হন।

নিহত শাহরুখ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানাধীন বাঁশবুনিয়া গ্রামের মৃত লতিফ হাওলাদারের ছেলে। এছাড়া একই হাসপাতালে কমপক্ষে ১৫ জন ভর্তি হন। তাদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- হাসি, বগলা, প্রশান্ত, রবীন্দ্রনাথ, লাবনী, বিল্লাল, মঞ্জুরুল আলম, শারমিন, সোলায়মান, সাদিয়া ও সুমি।

হাসপাতালের চিকিৎসক ডা. নূরুল করিম রাশেদ জানান, হাসপাতালে ভর্তি হতে আসা অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত যাত্রী মো. ইমরুল জানান, বাসটি ছিল মেয়াদোত্তীর্ণ। এরপরও ছাদে ও ভেতরে মিলিয়ে কমপক্ষে ৬০ যাত্রী নিয়ে সেটি চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার পর বাসটির ছাদ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাস্থলে থাকা কুমিরা পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিক জানান, এ ঘটনায় একজন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর