thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

অবরোধের আগুনে প্রাণ গেল মোজাম্মেলের

২০১৩ নভেম্বর ২৮ ০২:৪৩:২৪
অবরোধের আগুনে প্রাণ গেল মোজাম্মেলের

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবরোধকারীদের আগুনে এবার প্রাণ গেল এক লেগুনাচালক মোজাম্মেলের (২২)। বুধবার রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি মঙ্গলবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আহতাবস্থায় ভর্তি হয়েছিলেন।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার বাটা শো রুমের সামনে লেগুনায় আগুন দেয় অবরোধকারীরা। এসময় মোজাম্মেল তার গাড়িতেই ছিলেন। গাড়িতে আগুন লাগার পর তার শরীরের ৬০ ভাগ পুড়ে যায়। তার বড় ভাই সোহেল মিয়া তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। পরে বুধবার রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত ওই চালকের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নগরহাটি গ্রামে। তার পিতার নাম মৃত আরজু মিয়া। মোজাম্মেল রাজধানীর খিলগাঁও এলাকার নন্দীপাড়া-বড় বটতলায় থাকতেন।

(দ্য রিপোর্ট/এসআর/এএইচএস/এপি/এমডি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর