thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

লক্ষ্মীপুরে যুবলীগ-শিবিরের সংঘর্ষ, আহত-২০

২০১৩ নভেম্বর ২৮ ০৭:০৫:৪১
লক্ষ্মীপুরে যুবলীগ-শিবিরের সংঘর্ষ, আহত-২০

লক্ষ্মীপুর সংবাদদাতা : শহরের বাগবাড়ী আলিয়া মাদ্রাসা এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় যুবলীগকর্মীদের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে শহরের উত্তর তেমুহনীতে জেলা যুবলীগ প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ শেষে যুবলীগকর্মী ঝুমুল এলাকায় যাওয়ার সময় বাগবাড়ী আলিয়া মাদ্রাসার সামনে রাস্তার অবরোধ দেখে তা সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা যুবলীগ কর্মীদের উপর হামলা করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে যুবলীগকর্মী রেদোয়ান, মো. সোহেল, মো. শাহেদ, রায়হান, জামায়াত-শিবিরকর্মী শেখ ফরিদ, আবদুল করিম, আল আমিনসহ অন্তত ২০ জন আহত হন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

(দ্য রিপোর্ট/আরএইচকে/এমএইচও/এমডি/এপি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর