thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সীতাকুণ্ডে আ.লীগ নেতার বাসায় হামলা, আহত ১০

২০১৩ নভেম্বর ২৮ ১৪:২২:১১
সীতাকুণ্ডে আ.লীগ নেতার বাসায় হামলা, আহত ১০

চট্টগ্রাম সংবাদদাতা : সীতাকুণ্ডের সলিমপুর কাজীপাড়ায় বৃহস্পতিবার সকালে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় তাদের গুলিতে ১০ জন আহত হন।

সিতাকুণ্ড থানার এস আই আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৮ দলের ডাকা অবরোধের সমর্থনে বৃহস্পতিবার সকালে মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি সলিমপুর কাজীপাড়া দিয়ে যাওয়ার সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের বাড়িতে হামলা চালায়। স্থানীয়রা এ সময় এগিয়ে এলে জামায়াত-শিবিরকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ১০জন আহত হন।

চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুর রহমান জানান, আহতদের মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর