thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ আগস্ট 25, ১৭ শ্রাবণ ১৪৩২,  ৬ সফর 1447

বায়েজিদ স্টিল মিল মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০১৪ জুন ১৮ ১৮:১৪:২২
বায়েজিদ স্টিল মিল মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রাম অফিস : ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় বায়েজিদ স্টিল মিল লিমিটেডের মালিক আবু বক্কর চৌধুরীসহ দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক এসএম মজিবুর রহমান বুধবার এই আদেশ দেন।

অভিযুক্ত অপরজন হলেন রূপালী ব্যাংকের বায়েজিদ বোস্তামী শাখার সাবেক ব্যবস্থাপক দোলোয়ার হোসেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা একটি মামলায় আদালত ওই দু’জনের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অ্যাডভোকেট মাহমুদ আরও জানান, রূপালী ব্যাংকের বায়েজিদ বোস্তামী শাখা থেকে ২০০৩ সালে ঋণ নিয়েছিলেন বায়েজিদ স্টিল মিল লিমিটেডের মালিক আবু বক্কর চৌধুরী। কিন্তু ঋণের টাকা পরিশোধ না করে তিনি ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের সঙ্গে যোগসাজশে ওই ঋণের ৭৬ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা আত্মসাৎ করেন।

ওই ঘটনায় ২০০৩ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় আবু বক্কর চৌধুরী ও দেলোয়ার হোসেনকে আসামি করে একটি মামলা (মামলা নম্বর ১৫(১২)০৩) দায়ের করেন।

তদন্ত শেষে মে মাসে ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্র আমলে নিয়েই বুধবার আদালত মামলার দুই পলাতক আসামির বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

(দ্য রিপোর্ট/এইএম/এমএটি/এমএআর/এইচ/জুন ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর