thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

ইসরায়েলি সৈন্য অপহরণ করতে সুড়ঙ্গ খুঁড়েছে হামাস

২০১৩ অক্টোবর ২১ ১৩:২৮:২০
ইসরায়েলি সৈন্য অপহরণ করতে সুড়ঙ্গ খুঁড়েছে হামাস
দিরিপোর্ট২৪ ডেস্ক : ইসরায়েলি সৈন্য অপহরণ করতে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কথা স্বীকার করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। হামাসের সেনা শাখার বরাত দিয়ে আলজাজিরা ও জিনহুয়া এ তথ্য জানায়।

ইসরাইলি সৈন্যরা গাজা থেকে ইসরায়েলমুখী ৪৫০ মিটার লম্বা একটি গোপন সুড়ঙ্গ আবিস্কার করার পর হামাস এ স্বীকারোক্তি দিলো।

হামাসের নিজস্ব রেডিও আল-আকসায় দেওয়া একটি বার্তায় দলটির মুখপাত্র আবু ওবায়দা বলেন, ‘সুড়ঙ্গটি আল-কাসিমের (ইজ্জাদিন) যোদ্ধারা নিজ হাতে খুঁড়েছে। তাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত ও সৈন্যদের (ইসরায়েলি) অপহরণ না করা পর্যন্ত যোদ্ধারা ঘুমাতে যাবে না।’

বার্তায় তিনি আরও বলেন, ‘জেলবন্দীদের (ইসরায়েলি জেল থেকে) বের করে আনার ক্ষেত্রেও এ সুড়ঙ্গ ব্যবহার করা হবে।’

সৈন্যদের অপহরণ করাই ইসরায়েলের বিরুদ্ধে জয়ী হওয়ার একমাত্র উপায় বলেও মন্তব্য করেন তিনি।

২০০৬ সালের জুনে ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতকে অপহরণ করে গোপন সুড়ঙ্গ দিয়ে নিয়ে যায় হামাসের একদল যোদ্ধা। ২০১১ সালের ১৮ অক্টোবর এক হাজার ২৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিনিময়ে তাকে ছেড়ে দেয় হামাস।

এ ঘটনাকে হামাস ‘ঐতিহাসিক বিজয়’ বলে অভিহিত করেছিল।

(দিরিপোর্ট২৪/এসকে/জেএম/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর