thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে কারখানার লিফট ছিঁড়ে আহত ৮

২০১৪ জুন ২২ ২২:৩৬:১০
চট্টগ্রামে কারখানার লিফট ছিঁড়ে আহত ৮

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর কালুরঘাট শিল্প এলাকায় আজিম গ্রুপের মালিকানাধীন একটি সোয়েটার কারখানায় লিফট ছিঁড়ে ৮ জন আহত হয়েছেন। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার লিফট ছিঁড়ে আহত হওয়ার ঘটনা দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজিম গ্রুপের মালিকানাধীন ‘সোয়েটার কমপ্লেক্স’ নামে একটি কারখানার লিফট ছিঁড়ে পড়ে ৮ জন আহত হন। তাদেরকে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে আনা হয়েছে।

আহতদের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, আলাউদ্দিন (৩০), ইকবাল (২২), মাঈনদ্দীন (২৮), মামুন (৩০), জাকির (২৬) ও শাহজাহান (২৮)। তাৎক্ষণিকভাবে বাকি দু’জনের নাম জানা যায়নি বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এমডি/এএল/জুন ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর