thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

অল্পের জন্য শতক পেলেন না তামিম

২০১৩ অক্টোবর ২১ ১৫:১০:৫১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
অল্পের জন্য শতক পেলেন না তামিম
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দীর্ঘদিন পর শতকের দেখা পেতে যাচ্ছিলেন বাংলাদেশের মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। কিন্তু অল্পের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শতক করতে পারেননি।

নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই খেলেছেন তামিম। ১৫৩ বল খেলে ৯৫ রান করেছেন। দীর্ঘক্ষণ ক্রিজে থাকলেও কোনো ছয় হাঁকাতে পারেননি বাঁহাতি এই ক্রিকেটার। তবে ১৭টি চার ছিল তার ইনিংসে।

ওয়াগনারের বল উঠিয়ে মারতে গিয়ে উইলিয়ামনের হাতে ধরা পড়েন। বল আকাশে উড়লেও তামিম উড়তে পারেননি। কারণ ২০১০ সালের পর টেস্টে পঞ্চম শতক করার দ্বারপ্রান্তে গিয়েও সেটা বাস্তবের মুখ দর্শন করতে পারেনি।

এর আগে ক্যারিয়ারে চারবার টেস্ট শতক পেয়েছেন তামিম। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং পরের বছর তিনটি শতক হাঁকান তিনি। লর্ডস ও ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ও ঢাকায় ভারতের বিপক্ষে একটি শতক করেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

(দিরিপোর্ট২৪/সিজি/জেএম/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর