thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

তাড়াইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

২০১৩ অক্টোবর ২১ ১৫:১৫:৩৭
তাড়াইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
দিরিপোর্ট২৪ কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের তাড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত রাসেল মিয়া, জুয়েল মিয়া ও জামাল মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার দিগদাইড় ইউনিয়নের নয়নসুখ গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা এনামুল হক গ্রুপ এবং একই গ্রামের জাপা নেতা দিগদাইড় ইউনিয়ন নিকাহ রেজিস্টার বজলুর রশিদ ও বিএনপি নেতা কামরুল ইসলাম গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ দুই গ্রুপের একাধিক মামলাও বিচারাধীন রয়েছে।

পূর্ববিরোধের জের ধরে সোমবার সকালে উভয় গ্রুপ বল্লম, রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডুবাইল বিল রাস্তায় সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হন।

আহতদের মধ্যে মোস্তফা, ইকবাল, মাসুম, মিষ্টার, মাজু, ইসলাম, আজিম উদ্দিন, নজরুল, উমর ফারুককে তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তাড়াইল থানা পুলিশ এবং কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখার সময় (দুপুর ১টা) পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএনপি নেতা কামরুল ইসলাম বলেন, ‘এনামুল গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করলে আমরা প্রতিরোধ করতে বাধ্য হই।’

আওয়ামী লীগ নেতা এনামুল হক বলেন, ‘আমরা নই, কামরুল-বজলুর রশিদ গ্রুপের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করায় আমরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলি।’

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল থেকে জানান, পুলিশ টহলে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ওই এলাকা থেকে চলে এলে আবারো সংঘর্ষ হতে পারে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর