thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

চট্টগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন

২০১৪ জুন ২৫ ১৫:৪৪:২৯
চট্টগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের চান্দগাঁও বেসিক ময়দার মিল এলাকায় তৈয়ব বাড়িতে ধারালো বটির কোপে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। বুধবার দুপুর একটার সময় এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম নাসিমা আক্তার। তার বাড়ি আনোয়ারা উপজেলায় বলে জানা গেছে। এ ঘটনায় স্বামী দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, পারিবারিক বিরোধের জের ধরে সকাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী নাসিমা আক্তারকে ধারালো বটি দিয়ে কোপ দেয়। এতে গুরতর আহত হয় নাসিমা। এ সময় নাসিমাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র (বটি)’র আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/আরকে/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর