thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

এটা বিদায়ী বৈঠক নয়, আরো বৈঠক হবে : মন্ত্রিপরিষদ সচিব

২০১৩ অক্টোবর ২১ ১৬:৩৪:৫৭
এটা বিদায়ী বৈঠক নয়, আরো বৈঠক হবে : মন্ত্রিপরিষদ সচিব
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘বর্তমান সরকারের মন্ত্রিসভা কমিটির এটা বিদায়ী বৈঠক নয়, সামনে আরো বৈঠক হবে’ – সোমবার সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব এ প্রসঙ্গে আরো জানান, ‘মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা আমার দায়িত্ব। সংবিধান ব্যাখ্যা করা আমার দায়িত্ব নয়।’

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সরকারের মেয়াদ শেষ হয়ে যায়নি, আপনারা সংবিধান ভালো করে দেখেন।’ তিনি সংবিধানের ৯২, ৫৭ ও ১২৩ ধারা দেখার জন্য অনুরোধ জানান।

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত ছাড়া মন্ত্রিসভা বৈঠক আহবানের মানে কি- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিসভার বৈঠক আহবান করা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ধারণা নিতে চাইলে প্রধানমন্ত্রীর ভাষণ অনুধাবন করতে হবে।’

এর আগে, সচিব সভায় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ২৪ অক্টোবরের পর বর্তমান সরকার কোন নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবে না।

২৪ অক্টোবর বর্তমান মহাজোট সরকারের মেয়াদ শেষ হচ্ছে। এরপর সরকার পদ্ধতি কি হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।

(দিরিপোর্ট২৪ডটকম/আরএম/এমএআর/এমডি/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর