thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

টানা ৭২ ঘণ্টার অবরোধ শুরু

২০১৩ নভেম্বর ৩০ ০৬:৪৫:৪৩
টানা ৭২ ঘণ্টার অবরোধ শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : টানা ৭২ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ শুক্রবার রাত ১০টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন।

শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে।

বিরোধী দলের উপর সরকারের দমন-পীড়ন, হত্যা, গুম, শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে এ অবরোধের ডাক দেয় ১৮ দলীয় জোট। রাজপথ, রেলপথ ও নৌ-পথ এ অবরোধ কর্মসূচির আওতায় থাকবে।

অবরোধ কর্মসূচি ঘোষণার সাড়ে ৫ ঘণ্টার মাথায় রিজভী আহমেদকে নয়াপল্টনেরকেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে, গত সপ্তাহে টানা ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়।

(দ্য রিপোর্ট/এমএইচ/এসআর/এমএআর/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর