thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

মার্কিন রাষ্ট্রদূতকে ফ্রান্সে তলব

২০১৩ অক্টোবর ২১ ১৭:১৩:২৯
মার্কিন রাষ্ট্রদূতকে ফ্রান্সে তলব
দিরিপোর্টার২৪ ডেস্ক : মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগের জবাব দিতে দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। ফ্রান্সের পত্রিকা ‘লে মন্দে’তে ছাপানো খবরের প্রেক্ষিতে ফ্রান্সের এ তৎপরতা। খবর আলজাজিরার।

সোমবার লুক্সেমবার্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস বলেন, ‘আমি সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছি। তিনি আজ সকালেই কোয়াই দি’অরসে (ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়) আসবেন।’ ফ্যাবিয়াস ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সভায় যোগ দিতে লুক্সেমবার্গে এসেছেন।

এর আগে সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যেরও জবাব চেয়েছে ফ্রান্স ও মেক্সিকো।

ফ্রান্সের পত্রিকা ‘লে মন্দে’ ও জার্মানির সাপ্তাহিক ‘দের স্পিগেল’ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফ্রান্সের কোটি কোটি মোবাইল কল রেকর্ড ও মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডারনের ইমেইল হ্যাক করার অভিযোগ আনে।

ফ্রান্সের লে মন্দে পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থাটি গত ১০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ৭ কোটি ৩ লাখ কল রেকর্ড হ্যাক করেছে।

এ প্রতিবেদন প্রকাশের পর থেকে ফ্রান্সে মার্কিন গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এইচএসএম/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর