thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ভারতে বিষাক্ত মদপানে ৪২ জনের মৃত্যু

২০১৩ অক্টোবর ২১ ১৮:৩৬:১৫
ভারতে বিষাক্ত মদপানে ৪২ জনের মৃত্যু
দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে বিষাক্ত মদপানে ৪২ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে পুলিশ। মদ পরীক্ষা করে তাতে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে পুলিশ। খবর বিবিসির।

ঘটনার পর নড়েচড়ে উঠেছে পুলিশ প্রশাসন। কর্তব্যে গাফিলতির দায়ে এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন পুলিশ, ৫ জন কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

উত্তর প্রদেশের আজমগড়ের মুবারাকপুর এলাকায় শুক্রবার রাতে ‘দারু’ নামক দেশীয় মদ পান করে অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু ঘটেছে।

আজমগড়ের চিফ মেডিক্যাল অফিসার বিবি সিং জানিয়েছেন, এখন পর্যন্ত হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৪২।তবে প্রকৃত নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তিনি জানান, সামাজিক লজ্জার কারণে অনেকেই পুলিশ বা হাসপাতালের অলক্ষে মৃতদেহ সৎকার করেছে।

বিষাক্ত মদপানে বিপুল মৃত্যুর ঘটনা ভারতে একটি নিয়মিত বিষয়। ২০১১ সালে বিষাক্ত মদপানে ভারতের পশ্চিমবঙ্গে ১৬৯ জন মারা যায়। ২০০৯ সালে গুজরাটে একই কারণে প্রাণ হারান ১০৭ জন। এর আগে উড়িষ্যায় ১৯৯২ সালে বিষাক্ত মদ পানে মারা যায় ২শ’ জন।

লোকমুখে ‘দারু’ নামে পরিচিত ঘরে তৈরি অ্যালকোহল নিন্মবর্গের মানুষের পছন্দের পানীয়।মাত্র ১০ রুপিতে এটি কেনা যায়। গন্ধ সহনীয় করার জন্য বিক্রেতারা প্রায়ই এতে বিষাক্ত রাসায়নিক পদার্থ এমনকি কীটনাশক পর্যন্ত মেশায়। ইতোমধ্যে গুজরাটের আদালত এ জাতীয় বিষাক্ত মদপান নিষিদ্ধ করেছে।

(দিরিপোর্ট২৪/এইচএস/এমডি/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর