thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

সিরাজগঞ্জে বিএনপির হরতাল, ধাওয়া-পাল্টাধাওয়া

২০১৩ অক্টোবর ২২ ০৯:১০:১৫
সিরাজগঞ্জে বিএনপির হরতাল, ধাওয়া-পাল্টাধাওয়া
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে জেলা বিএনপির অর্ধদিবস হরতাল ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে চলছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল দুপুর ১টা পর্যন্ত চলবে।

হরতালের শুরুতেই সকাল পৌনে ৭টার দিকে শহরের এসবি ফজরুল হক রোডের টুকু ব্রিজ এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এখানে পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। এ ছাড়া শহরে হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে জেলা বিএনপি কার্যালয়।

অন্যান্য হরতালের মতোই কেন্দ্রীয় এমএ মতিন বাসস্ট্যান্ড থেকে আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে যানচলাচল স্বাভাবিক রয়েছে। শহরে কিছু রিকশা-ভ্যান চলাচল করছে।

শহরের অধিকাংশ দোকানপাট, ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এছাড়া জেলার অন্যান্য উপজেলা থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া র‌্যবের টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও জেলা আওয়ামী লীগ নেতা প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাসা ও ক্লিনিকে হামলা এবং ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ওই রাতেই বিএনপির ছয় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবারের এই অর্ধদিবস হরতালের ডাক দেয় জেলা বিএনপি। হরতালে সমর্থন দেয় জেলা জামায়াত।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর