thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি

২০১৩ ডিসেম্বর ০১ ১৫:১৭:৪৩
নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনে সেনাবাহিনীকে ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎশেষে রবিবার বিকেল সাড়ে ৩টায় দলটির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ সময় ১০ দিন বাড়ানোর দাবি জানিয়েছি। এছাড়া, নির্বাচনের সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছি সিইসির কাছে।

সোহেল রানা বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ডিসি, এসপি, প্রতিটি থানার ওসি, টিএনওকে রদ-বদল করতে বলেছি। এছাড়া, নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মনোনয়নপত্র বাছাইয়ে নমনীয়তা অবলম্বন করতে সিইসির প্রতি অনুরোধ জানিয়েছি।

রেডিও-টিভিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাষণ সম্প্রচারে নূন্যতম ৪৫ মিনিট সময় বরাদ্দেরও দাবি জানান সোহেল রানা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এটাই আমরা চাই। আমরা আশা করছি, বিরোধী দলও নির্বাচনে অংশ নেবে।

এর আগে, প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে আসেন।

২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমএস/এসএ/এমএআর/এইচএসএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর