thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

কুকুর খেকো পাংখোয়া সম্প্রদায়

২০১৩ অক্টোবর ২২ ১১:০৭:৩৩
কুকুর খেকো পাংখোয়া সম্প্রদায়
রাঙ্গামাটি সংবাদদাতা : জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পাংখোয়া সম্প্রদায়ের প্রিয় খাবার কুকুরের মাংস। আর এ মাংসের চাহিদা মেটাতে তারা পার্শ্ববর্তী উপজেলায় কুকুর শিকারে বের হন। অনেকে আবার বাণিজ্যিকভাবে কুকুরের ফার্মও গড়ে তুলেছেন। লাভবানও হচ্ছেন তারা।

পাংখোয়া সম্প্রদায় মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী। জুমচাষ তাদের প্রধান পেশা। তবে খাবার-দাবার অন্যান্য সম্প্রদায়ের চেয়ে একটু ভিন্ন। ভাত, মাছ, শাকসবজির পাশাপাশি তাদের প্রিয় খাবার কুকুরের মাংস।

মাংসের চাহিদা মেটাতে এ সম্প্রদায়ের ছেলেরা পার্শ্ববর্তী উপজেলার কবাখালী, বোয়ালখালী, দীঘিনালা বাজার থেকে কুকুর শিকার করে নিয়ে যান।

কুকুর ধরতে আসা রিগেন পাংখোয়া ও সানা পাংখোয়া বলেন, আমাদের এলাকায় কুকুরের দাম অনেক বেশি। অনেকের কুকুরের নিজস্ব ফার্ম আছে। তারা একটি কুকুর পনেরশ থেকে আঠারশ টাকা বিক্রি করে থাকেন। এক কেজি মাংস ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। এ কারণে বিভিন্ন স্থান থেকে আমরা কুকুর ধরে নিয়ে যাই এবং নিজেরা খাই।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এমএআর/জেএম/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর