thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

৫ প্রশ্নে শতাব্দী ওয়াদুদ

২০১৩ ডিসেম্বর ০১ ১৭:৪৫:১৭
৫ প্রশ্নে শতাব্দী ওয়াদুদ

এ সময়ের জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ। নাটক ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করে যাচ্ছেন। বর্তমান কাজ ও অন্য বিষয় নিয়ে দ্য রিপোর্টের সঙ্গে মুঠোফোনে কথা বলেন তিনি।

দ্য রিপোর্ট : শুটিং কেমন চলছে?

শতাব্দী : রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক শুটিং প্যাক আপ হয়ে যাচ্ছে। তবে যেসব ধারাবাহিক নাটক অন এয়ারে আছে, সেসব নাটকের কাজ করছি। আমরা ঢাকার বাইরে শুটিং ইউনিট নিয়ে যেতে পারছি না। সেজন্য ঢাকার মধ্যে শুটিং করছি।

দ্য রিপোর্ট : এ পরিস্থিতিতে শুটিং করছেন কিভাবে?

শতাব্দী : কি করবো, কাজ তো করতেই হবে। না করলে কিভাবে চলবে।

দ্য রিপোর্ট : তাহলে নতুন কোন কাজ করা হচ্ছে না?

শতাব্দী : হচ্ছে। তবে সংখ্যায় খুব কম। এরমধ্যে ৩/৪টি এক ঘণ্টার নাটকের শুটিং শেষ করলাম। আর শহীদুজ্জামান সেলিমের ‘ডিবি’ ধারাবাহিকে অভিনয় করেছি।

দ্য রিপোর্ট : শেষ কোন নাটকে অভিনয় করেছেন?

শতাব্দী : কয়েকদিন আগে চট্টগ্রামে গিয়ে নুরুন্নবী দুলালের ‘নিমন্ত্রণ’ নাটকের শুটিং করলাম। এখানে আমার চরিত্র একজন পাগল মনোচিকিৎসকের। যে তার রোগীকে মেরে ফেলে। কাজটা করে খুব ভালো লেগেছে।

দ্য রিপোর্ট : চলচ্চিত্রে কাজ করছেন?

শতাব্দী : ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটি এ মাসেই মুক্তি দেয়ার সম্ভাবনা আছে। তবে তা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির ওপর। আরো দুইটি চলচ্চিত্রের বিষয়ে কথা চলছে। কিন্তু কোন কিছু এখনও চুড়ান্ত হয়নি।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর