thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বরিশালে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ০২ ০৯:০৩:৩০
বরিশালে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

বরিশাল সংবাদদাতা : ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয়দিন সোমবার বরিশাল নগরীর কয়েকটি স্থানে পিকেটিং করেছে অবরোধকারীরা। এ সময় টায়ারে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল করছে না। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীতে যানচলাচল করছে।

বরিশাল-ঢাকা মহাসড়কের কাজীপাড়া এলাকায় সকাল সাড়ে ৬টায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে ছাত্রদলকর্মীরা। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অবরোধকারীরা। এরপর বান্দ রোডে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। সকাল ৭টায় নতুন হাটে পিকেটিং করে অবরোধকারীরা। তবে পুলিশের জোর টহলদারিতে বেলা বাড়ার পর অবরোধকারীরা কোথাও দাঁড়াতে পারেনি।

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম জানান, আজো আইনশৃঙ্খলা রক্ষায় ছয়শ পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল দল রয়েছে। নগরীর পুরানপাড়া থেকে শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর