thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

উইলিয়ামসনের পরিবর্তে খেলবেন রেডমন্ড

২০১৩ ডিসেম্বর ০২ ১৬:০৭:৪০
উইলিয়ামসনের পরিবর্তে খেলবেন রেডমন্ড

দ্য রিপোর্ট ডেস্ক : দীর্ঘ ৫ বছর পর আবারও নিউজিল্যান্ড টেস্ট দলে ডাক পেতে যাচ্ছেন অ্যারন রেডমন্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি কেন উইলিয়ামসন। এজন্য বিকল্প হিসেবে রেডমন্ডের কথা বিবেচনা করছে কিউই নির্বাচকরা।

বাংলাদেশ সফরের সময় আঙুলে আঘাত পেয়েছিলেন উইলিয়ামসন। ইনজুরি শতভাগ ভালো না হওয়ায় তাকে খেলানোর ব্যাপারে ঝুঁকি নিতে চাচ্ছেন না জাতীয় নির্বাচক ব্রুস এডগার। বলেছেন, ‘হোম সিরিজের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না আমরা। উইলিয়ামসনের সুস্থ হয়েই মাঠে নামার ওপর গুরুত্ব দিচ্ছি।’

কিউই শিবিরে হালকা অনুশীলনে যোগ দিয়েছিলেন উইলিয়ামসন। তাতে স্বাচ্ছন্দবোধ করেননি এই ক্রিকেটার।সতীর্থ ব্রেন্ডন ম্যাককুলাম বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হবে। উইলিয়ামসনের ইনজুরি পুরোপুরি না সারায় ঝুঁকি না নেওয়াই ভালো। যদি উইলিয়ামসন না খেলতে পারে তার বিকল্প হিসেবে রেডমন্ডই হবে সঠিক পছন্দ।এ মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে সে।’

সর্বশেষ দলের হয়ে ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছিলেন অ্যারন রেডমন্ড। গত বছর প্লুনকেট শিল্ডে শীর্ষ রানসংগ্রহকারী ছিলেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ৯৪১ রান। গড় ৫৫.৩৫। চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন। ২ ম্যাচ খেলেই নিজের নামের পাশে যোগ করেছেন ২৭১ রান।

(দ্য রিপোর্ট/সিজি/এমআই/ডিসেম্বর ২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর