thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ জন

২০১৩ ডিসেম্বর ০২ ২৩:০৮:১৯
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ জন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮জন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার মোট ৩০০টি আসনে ১১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আটটি আসনে একজন করে প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এরা হলেন, লালমনিরহাট-২ আসনে মাহমুদ আলী, যশোর-১ আসনে শেখ আফিল উদ্দীন, টাঙ্গাইল-৩ আসনে আমানুর রহমান খান রানা, কিশোরগঞ্জ-৪ আসনে রেজওয়ান আহম্মদ তৌফিক, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ, চাঁদপুর-১ আসনে মহিউদ্দীন খান আলমগীর, নোয়াখালি-২ আসনে মোরশেদ আলম।

নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

মোট ১৫টি দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, খেলাফত মজলিশ, গণফ্রন্ট, জাতীয় পার্টি, জাতীয় পার্টি(জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও স্বতন্ত্র।

(দ্য রিপোর্ট/এমএস/এমএআর/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর