thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মার্কিন ড্রোন হামলা অবৈধ : অ্যামেনেস্টি

২০১৩ অক্টোবর ২২ ১৬:০৫:১১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
মার্কিন ড্রোন হামলা অবৈধ : অ্যামেনেস্টি
দিরিপোর্ট২৪ ডেস্ক : পাকিস্তান ও ইয়েমেনে চালানো মার্কিন ড্রোন হামলাকে অবৈধ বলল অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। পাকিস্তানে ড্রোন হামলা চালিয়ে অবৈধভাবে মানুষ হত্যার জন্য সিআইএকে দায়ী করেছে সংস্থাটি। খবর বিবিসির।

সিআইএ’র চালানো এ ধরনের অভিযান অনেক ক্ষেত্রে যুদ্ধাপরাধের শামিল বলেও মন্তব্য করেছে অ্যামেনেস্টি।


সংস্থাটি জানায়, সম্প্রতি পাকিস্তানের উত্তর ওয়ারিজিস্তানে চালানো নয়টি ড্রোন হামলায় প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্য একটি রিপোর্টে বলা হয়, সম্প্রতি ইয়েমেনে মার্কিন বাহিনী ছয়টি ড্রোন হামলা চালায়। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন অমান্য করে এ হামলায় অগণিত সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে।

মার্কিন বাহিনী নিয়মিত আল কায়েদা ও তালেবানদের বিরুদ্ধে যুদ্ধের নামে এ ড্রোন হামলা চালাচ্ছে। তবে এর সামান্য কয়েকটার খবর মিডিয়ায় প্রকাশ হয়।


ড্রোন হামলাগুলোতে হাতেগোনা কয়েকজন আল-কায়েদা ও তালেবান নেতা নিহত হলেও অগণিত সাধারণ মানুষ নিহত হচ্ছে।


গত সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে মার্কিনীরা ড্রোন হামলা চালিয়ে অন্তত ৪শ’ সাধারণ নাগরিককে হত্যা করেছে বলে জাতিসংঘের এক অনুসন্ধানে জানা যায়। মূলত আফগানিস্তানের সীমান্ত এলাকাকে কেন্দ্র করে এ সকল হামলা চালানো হয়।


(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর