thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

১৫ দিনের মধ্যেই সমাধান : তথ্যমন্ত্রী

২০১৩ ডিসেম্বর ০৩ ১৪:০০:৩১
১৫ দিনের মধ্যেই সমাধান : তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে অর্থবহ সংলাপের মাধ্যমে সংকটের সমাধান সম্ভব বলে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু।

সচিবালয়ে মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এর আগে তিনি মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতও এ সময় উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বলেন, আমরা মনে করি নির্বাচনের বিষয়ে একটি স্থায়ী সমাধান হওয়া দরকার। পাঁচ বছর পর পর নির্বাচন নিয়ে হট্টগোল, হইচই করা ঠিক নয়।

তিনি বলেন, আমরা এখনো মনে করি বিরোধী দলের নেতা খালেদা জিয়ার অংশগ্রহণে নির্বাচনটা করা দরকার। বাকি সময়ের মধ্যে সংলাপের মাধ্যমে একটি সমাধান বের করা, যাতে নির্বাচন সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়।

জঙ্গিবাদের সঙ্গে সঙ্গ ত্যাগ করা, নাশকতা ও সন্ত্রাসের পথ পরিহার করার বিষয়েও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ইনু।

যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু জানিয়ে ইনু বলেন, এ বন্ধু আমাদের উন্নয়ন, গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে তারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আজকে এ আলোচনার মধ্যেমে বর্তমান সমস্যার একটা সমাধান বের হতে পারে বলেও মনে করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, আমরা মনে করি গণতান্ত্রিক শক্তি ও অগণতান্ত্রিক শক্তিকে এক পাল্লায় মাপা হলে অগণতান্ত্রিক শক্তি উৎসাহিত হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বন্ধ থাকা বেসরকারি চ্যানেল দিগন্ত ও ইসলামিক টেলিভিশন, বন্ধ থাকা দৈনিক আমার দেশ, তথ্য প্রযুক্তি আইন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর