thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধের আহ্বান

২০১৩ ডিসেম্বর ০৩ ১৫:০০:৩৪
মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধের আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : অগ্নিদগ্ধদের সহানুভূতি জানাতে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান সাংবাদিক নেতারা।

সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার নিন্দা জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল রাজনীতি ও সহিংসতা যারা এক করে ফেলছে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল হবার আহ্বান জানান তিনি।

প্রবীণ সাংবাদিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার বলেন, এ দৃশ্য দেখা যায় না। এরা সবাই রাজনৈতিক সহিংসতা্র শিকার। এ রাজনীতি মানুষ চায় না, মানুষ চায় শান্তি। তিনিও রাজনৈতিক সহিৎসতা বন্ধের আহ্বান জানান।

সরকারের তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরি বলেন, রাজনীতির যদি মানুষ পুড়িয়ে মারা, তাহলে মানুষ এ রাজনীতি কখনো মেনে নিতে পারে না।

তিনি বলেন, যদি বিরোধীদলীয় নেতা বার্ন ইউনিট পরিদর্শন করতেন তাহলে বুঝতেন মানুষ কত কষ্টে আছে। রাজনৈতিক দলগুলোকে সমঝোতা করার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সা্ংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সাবান মাহমুদ প্রমুখ।

(দ্য রিপোর্টে/এসআর/এফএস/এসবি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর