thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৫ জিলকদ  1445

তামিলনাড়ুর পারমাণবিক কেন্দ্র ফের চালু

২০১৩ অক্টোবর ২২ ১৭:১৩:৪৫
তামিলনাড়ুর পারমাণবিক কেন্দ্র ফের চালু
দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের কুদানকুলামের পারমাণবিক কেন্দ্রটি আবার চালু হয়েছে। গত বছর প্রবল বিরোধিতার মুখে প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। খবর বিবিসির।

পিটিআই জানায়, মঙ্গলবার থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্লান্টটি গ্রিডে যুক্ত হয়েছে।

চলতি বছরের মে মাসে ভারতের সর্বোচ্চ আদালত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রেখে পারমাণবিক প্রকল্প চালু রাখার নির্দেশ দেয়।

পারমাণবিক প্রকল্পের বিরোধীরা জানায়, ২০০৪ সালে সুনামির আঘাতে এশিয়ার পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঐ সময় এ এলাকায়ও তেজস্ক্রিয়তার প্রভাব লক্ষ করা গেছে। ২০১১ সালে জাপানের ফুকুশিমায়ও ভূমিকম্পের ফলে পারমাণবিক কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

গত বছর কুদানকুলামে পারমাণবিক কেন্দ্র চালু রাখার বিপক্ষে ব্যাপক বিক্ষোভ হয়।

ভারত সরকার জানায়, এই ইন্দো-রাশিয়ান প্রকল্পটি সম্পূর্ণ নিরাপদ। ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি চালু করা খুবই প্রয়োজন।

দেশটির সরকারের পক্ষ হতে জানানো হয়েছে, এ কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ২০৩২ সালের মধ্যে জাতীয় গ্রিডে ৬৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।

প্রসঙ্গত, এ পারমাণবিক কেন্দ্রটি এমন সময় চালু হলো যখন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং দু’দিনের সফরে রাশিয়ায় রয়েছেন।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর