thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

নির্বাচিত হলেও ক্রীড়াঙ্গনের সঙ্গেই থাকব : দুর্জয়

২০১৩ ডিসেম্বর ০৩ ১৯:২০:৫৪
নির্বাচিত হলেও ক্রীড়াঙ্গনের সঙ্গেই থাকব : দুর্জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : নাঈমুর রহমান দুর্জয়; বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট অধিনায়ক। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানও তিনি। জাতীয় সংসদ নির্বাচনে আবার আওয়ামী লীগের মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী। মনোনয়নপত্রও জমা দিয়েছেন। পুরোদস্তুর ব্যস্ত জাতীয় নির্বাচন নিয়ে। নির্বাচিত হলে বেড়ে যাবে তার কাজের পরিধিও।তারপর সাফ কথা তার; থাকবেন ক্রীড়াঙ্গনেই। দ্য রিপোর্ট’কে মঙ্গলবার জানিয়েছেন, ‘নির্বাচিত হলেও ক্রীড়াঙ্গনের সঙ্গেই থাকব।’

নাঈমুর রহমান দুর্জয় যখন মানিকগঞ্জ থেকে ঢাকার পথে; তখন যোগাযোগ মোবাইলে। শুরুতেই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বলেছেন নির্বাচন নিয়ে ভিন্নমূখী কথা। এরপর ধীরে ধীরে বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি নিয়ে বিস্তর পরিকল্পনার কথা জানিয়েছেন।

নাঈমুর রহমান দুর্জয় নির্বাচিত হলেও বিসিবিতে তার অবস্থান নড়বড়ে হবেনা; নিজেই জানালেন, ‘না, কোন সমস্যা হওয়ার কথা নয়। বিসিবির কাজ ও নির্বাচিত হলে জেলার কাজ সমন্বয় করেই করব। আশা করি তা করতে পারব।’

সাবেক ক্রিকেটারদের মধ্যে পরিচালক হয়ে আসা আকরাম খান পেয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। খালেদ মাহমুদ সুজন পেয়েছেন গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। আর দুর্জয় পেয়েছেন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব। ৩ জনের কাজই হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দুর্জয় কিভাবে কাজ করবেন; বলেছেন, ‘আমি কমিটির চেয়ারম্যান। এখানে সদস্য সচিব থাকবেন। সদস্যরাও থাকবেন। ম্যানেজারও থাকবেন। আমি কাজগুলো সঠিক হচ্ছে কিনা তা দেখব। বয়সভিত্তিক দলগুলোকে আরও কিভাবে শক্তিশালী করা যায় তা দেখব। বাকি কাজগুলো সবাই মিলেই করবে। আশা করি কোন ব্যাঘাত ঘটবে না।’

যদি মানিকগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হন দুর্জয় তাহলে এমন কাজ চাইবেন যেটা কিনা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত। নিজেই বলেছেন, ‘আমি ক্রীড়ার লোক। যেভাবেই হোক চাই ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকতে। নির্বাচিত হলে মানিকগঞ্জ জেলার উন্নয়নে কাজ করার সঙ্গে লক্ষ্য থাকবে দেশের ক্রীড়ার উন্নয়নও করা। তা করার জন্য যে পদ বা কাজের জন্য যে পরিবেশ প্রয়োজন তাই জননেত্রী শেখ হাসিনার কাছে চাইব। বাকিটা তার হাতেই। ক্রীড়া থেকে দুরে কখনোই যেতে পারব না।’

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে মানিকগঞ্জ-১ আসন থেকে মনোনীত করেছেন। আগেরবার নির্বাচনেও তিনি মনোনয়ন চেয়েছেন। কিন্তু পাননি। এবার তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার আশা এখান থেকে তিনিই নির্বাচিত হয়ে সংসদ সদস্য হবেন। এ নিয়ে বলেছেন, ‘আশা করছি আমিই এখান থেকে নির্বাচিত হব। মানিকগঞ্জের ছেলে হিসেবে জেলাটির জন্য কিছু করার আশা আছে। যেসব সমস্যা আছে তা সমাধান করার চেষ্টা করব। আশা করছি মানিকগঞ্জের মানুষ আমাকেই সমর্থন দেবে।’

নিজ মুখেই স্বীকার করেছেন; এই মুহুর্তে অবশ্য নির্বাচনকেই প্রাধান্য দিচ্ছেন তিনি, বলেছেন, ‘এই মুহুর্তে নির্বাচন সামনে। বিসিবিতে গিয়ে কমিটির কাজগুলো মাঝে মাঝে দেখব। সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখব। তবে মূল কাজ নির্বাচনই। নির্বাচনে পাস করলে তখন আরও বড় ভাবে দেশের ক্রীড়ার উন্নয়ন করতে পারব। সেদিকটি নিয়েই বেশি ভাবছি।’

নির্বাচন নিয়ে কাজ শুরু করে দিয়েছেন বলেই জানিয়েছেন ৮ টেস্ট ও ২৯ ওয়ানডে খেলা দুর্জয়। বলেছেন, ‘নির্বাচনে যেন পাস করি এজন্য কাজ শুরু করে দিয়েছি। এখন নির্বাচনের অপেক্ষা। আশা করছি এ সময়ের মধ্যে সবার দোয়ারে যেতে পারব। ভোট চাইতে পারব। এবং সবার সমর্থন আমার পক্ষেই থাকবে।’

ক্রিকেটের লোকই বলা চলে দুর্জয়কে। যেহেতু ক্রিকেটের সঙ্গেই তার সংযুক্তি। এরপরও তার দৃষ্টি শুধু ক্রিকেট নিয়েই নয়। নির্বাচিত হওয়ার পর পুরো ক্রীড়াঙ্গন নিয়েই ভাবনা তার! দুর্জয় বলেছেন, ‘বিসিবির পরিচালক হয়ে ক্রিকেটের জন্য এমনিতেই কাজ করার সুযোগ আছে। মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হলে স্বাভাবিকভাবেই পুরো ক্রীড়াঙ্গনের কাজ করতে পারব।’

(দ্য রিপোর্ট/এমএস/এএস/সিজি/ডিসেম্বর ৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর