thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ঘাতক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ গঠন

২০১৩ অক্টোবর ২২ ১৮:২৪:২২
ঘাতক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ গঠন
দিরিপোর্ট২৪ ডেস্ক : উত্তর ভারতে বিষাক্ত খাদ্য খাইয়ে ২৩ ছাত্র-ছাত্রী হত্যার দায়ে স্কুলের প্রধান শিক্ষিকা ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। খবর ডন নিউজের।

পুলিশ কর্মকর্তা ভারুন কুমার সিনহা জানান, শিগগিরই প্রধান শিক্ষিকা মীনা কুমারী ও তার স্বামীকে আদালতে হাজির করা হবে।

এর আগে পুলিশ তাদের গ্রেফতার করে। আদালতে দোষী সাব্যস্ত হলে উভয়ের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

তদন্ত কর্মকর্তা রাজ কুশাল জানান, প্রধান শিক্ষিকার স্বামী ও আইন প্রণেতা অর্জুন রায় স্কুলে তার কৃষি খামারের জন্য পেস্টিসাইড (এক ধরনের বিষাক্ত রাসায়নিক দ্রব্য) জমা রাখতেন।

বিহারের আদালতে রবিবার উত্থাপন করা চার্জশিটে বলা হয়েছে, রাঁধুনী ভুল করে ঐ দ্রব্য দিয়ে রান্না করে। তবে অভিযুক্ত উভয়েই রান্নার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে।

স্কুলের রাঁধুনী জানান, সরকারের পক্ষ থেকে দেওয়া বিনামূল্যে খাবার সরবরাহের বিষয়টি প্রধান শিক্ষিকা নিজেই তদারকি করতেন।

অন্য একজন রাঁধুনী তদন্ত কর্মকর্তাকে জানান, ঐ দিনের তেল স্বাভাবিক তেলের চেয়ে কিছুটা আলাদা ছিল। আমি এ কথা প্রধান শিক্ষিকাকে জানালে তিনি যেভাবেই হোক ঐ তেল দিয়েই রাঁধতে বলেন।

নিহত শিশুদের সকলের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর