thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

শনিবার কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

০০০০ 00 ০০ ০০:০০:০০
শনিবার কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়া সংবাদদাতা : দীর্ঘ এক যুগ পর শনিবার ভেড়ামারা ও কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর ঘিরে ভেড়ামারাসহ কুষ্টিয়া জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে, শনিবার ভারত থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে। ভেড়ামারাস্থ সাবস্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ আমদানির এ প্রক্রিয়া উদ্বোধন করবেন। এছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হবেন।

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী জানান, শনিবার জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবস্থিত সাবস্টেশনে ভেড়ামারা-বহরমপুর ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন ও ভেড়ামারা মেগাওয়াট HVDC Back to Back সাবস্টেশন এবং জেলার ছয়টি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ১৪টি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। দুপুর ৩টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন তিনি।

ভেড়ামারা ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান সড়কসহ আশপাশের সড়কগুলো সংস্কার করে মসৃণ করা হয়েছে। স্থাপনাগুলো নানা রঙে সাজানো হয়েছে। কুষ্টিয়া শহর, কুষ্টিয়া-পাবনা মহাসড়ক ও ভেড়ামারা-রায়টা মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েক’শ তোরণ নির্মিত হয়েছে। অপরদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ার বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের শুভেচ্ছা ব্যানার, বিলবোর্ড টাঙ্গানো হয়েছে।

তৌফিক-ই-ইলাহি আরও জানান, প্রাথমিকভাবে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিদ্যুতের দাম পড়বে ইউনিট প্রতি চার টাকার কিছু বেশি। বেসরকারিভাবে যে ২৫০ মেগাওয়াট আসবে তার দাম পড়বে ইউনিট প্রতি ছয় টাকার মতো।

ভারতের বিদ্যুৎ সচিব পি কে সিনহা জানান, এনটিপিসির পুরনো কেন্দ্রগুলো থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া হবে বলেই এই বিদ্যুতের দাম কম। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বাংলাদেশে এ বিদ্যুৎ আসা শুরু হবে।

তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, বিদ্যুৎ আমদানির এ উদ্যোগ দু’দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ। দারিদ্র্যমুক্ত দেশ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদ্যুতের বিকল্প নেই।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১১টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবস্থিত সাবষ্টেশনে ভেড়ামারা-বহরমপুর ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন ও ভেড়ামারা মেগাওয়াট HVDC Back to Back সাবস্টেশন এর উদ্বোধন করবেন। দুপুর ২টা ৪৫ মিনিটে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কুষ্টিয়া জেলার ছয়টি প্রতিষ্ঠান উদ্বোধন করবেন ও ১৪টি প্রতিষ্ঠানের ভিস্তি প্রস্তর স্থাপন করবেন। দুপুর ৩টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় ভাষণ দিবেন।

কুষ্টিয়া জেলার যে ছয়টি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সেগুলো হলো- দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ (৩৭ ইউনিট) শীর্ষক প্রকল্প, কুষ্টিয়া জেলার সার্ভার ষ্টেশন ভবন (চারতলা ভীত বিশিষ্ট তিনতলা ভবন), মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ভেড়ামারা থানা ভবন, কুষ্টিয়া কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার, কুষ্টিয়া মহিলা কলেজের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন। এছাড়াও কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্প, মিরপুর থানা ভবন, কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুমারখালী উপজেলার সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম, কুষ্টিয়া জেলার সদর উপজেলার পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন, কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া কলেজের একাডেমিক ভবন, ভেড়ামারা উপজেলার বিজিএম কলেজের একাডেমিক ভবন, ভেড়ামারা মহিলা কলেজের কলেজের একাডেমিক ভবন, মিরপুর উপজেলার সাগরখালী আইডিয়াল কলেজের একাডেমিক ভবন, কুমারখালী উপজেলা কুমারখালী কলেজের একাডেমিক ভবন, শিলাইদহ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের একাডেমিক ভবন, দৌলতপুর উপজেলার নুরুজ্জামান ডিগ্রি কলেজের একাডেমিক ভবন, দৌলতপুর কলেজের একাডেমিক ভবন, দৌলতপুর উপজেলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবন।

(টিআর২৪.কম/জেএইচজে/এমএআর/জেএম/অক্টোবর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর