thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

পরোপকারী ওবামা!

২০১৩ অক্টোবর ২২ ১৯:২৪:৪১
পরোপকারী ওবামা!
দিরিপোর্ট২৪ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবার পরোপকারের হাত বাড়িয়ে দিলেন এক অন্তঃসত্তা মহিলার দিকে। সোমবার হোয়াইট হাউজ রোজ গার্ডেনে চিকিৎসা বিলের ওপর ভাষণ দেয়ার সময় মহিলাটি মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় ধরে ফেলেন তিনি। খবর এবিসি নিউজের।

অন্তঃসত্তা ও ডায়াবেটিস রোগে আক্রান্ত কার্মেল এলিসন ওবামার ভাষণ দেবার সময় তার পাশেই ছিলেন। হঠাৎ তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে পড়ে যাবার উপক্রম হন। এ সময় বারাক ওবামা তার ভাষণ বন্ধ রেখে ঐ মহিলাকে ধরে ফেলেন। পরে অন্যরা তাকে সরিয়ে নেন।

এ ঘটনার পর নিজ বাসায় গিয়ে এক টুইট বার্তায় এলিসন ভালো আছেন বলে জানান।

এলিসন ৯ বছর বয়স থেকে টাইপ-১ ডায়াবেটিস রোগে আক্রান্ত।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর