thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মিরপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ০৪ ২১:৪১:০৮
মিরপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১০ এর গোলচত্বর ও যাত্রাবাড়ীতে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-১০ এর গোলচত্বর এলাকায় দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ আসার পূর্বেই পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

আপরদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ফাতেমা নাত পেট্রোলপাম্পের সামনে দুটি ককটেলে বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায়ও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আটকের চেষ্টা করা হচ্ছে।’

এছাড়াও রাত সোয়া আটটায় শান্তিনগর মোড়ে দুটি ও মধ্য বাড্ডায় আরো তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

(দ্য রিপোর্ট/ডি/এমএইচও/এআইএম/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর