thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সাতক্ষীরায় ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

২০১৩ ডিসেম্বর ০৫ ০৮:২১:৫১
সাতক্ষীরায় ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সাতক্ষীরা সংবাদদাতা : আবুল হাশেম নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারে এ ঘটনা ঘটে। আবুল হাসেম সাতক্ষীরা শহরের পলাশপোলের মেহের আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী আবুল হাশেম বুধবার রাত ৮টার দিকে শহরতলির কদমতলায় তার ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স দীপা টিম্বার মার্টের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান জানান, আবুল হাশেমের মাথা, পা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ৭২ ঘণ্টা না গেলে পরিস্থিতি বলা যাবে না।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পূর্ববিরোধকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এএস/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর