thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

শনিবার ভোর থেকে ফের ৭২ ঘণ্টার অবরোধ

২০১৩ ডিসেম্বর ০৫ ১২:১৭:২৬
শনিবার ভোর থেকে ফের ৭২ ঘণ্টার অবরোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দাবি মানা হলে সঙ্গে সঙ্গে কর্মসূচি প্রত্যাহার করা হবে জানিয়ে ফের ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নির্দলীয় সরকারের দাবি আদায়ে শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় নতুন কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জানান, অবরোধ চলাকালীন সারাদেশে নিহত নেতাকর্মীদের স্মরণে শুক্রবার বাদ জুমা গায়েবানা জানাজা কর্মসূচি পালন করবে ১৮ দল।

সালাহউদ্দিন বলেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল স্থগিত ও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে আমাদের এ কর্মসূচি।

তিনি বলেন, দাবি মানা হলে সঙ্গে সঙ্গে কর্মসূচি প্রত্যাহার করা হবে।

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে ১৮ দলীয় জোট। এ পর্যন্ত কয়েক দফায় অবরোধ বাড়ানো হয়। সেই অবরোধ শেষ হবে বৃহস্পতিবার বিকেল ৫টায়। এরই মাঝে আবারো নতুন করে অবরোধ কর্মসূচি দেওয়া হলো।

(দ্য রিপোর্ট/এমএইচ/এস/এমএআর/ডিসেম্বর ০৫, ২০১৩ )

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর