thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রজার্স-ওয়াটসনের হাফসেঞ্চুরি

২০১৩ ডিসেম্বর ০৫ ১৬:৪২:১৯
রজার্স-ওয়াটসনের হাফসেঞ্চুরি

দ্য রিপোর্ট ডেস্ক : অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দারুণ কাটিয়েছে অস্ট্রেলিয়া। হাফসেঞ্চুরি করেছেন ক্রিস রজার্স ও শেন ওয়াটসন। দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৭৩ রান।

ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। শুরুটা ভালো করলেও দলীয় ৩৪ রানে স্টুয়ার্ট ব্রডের বলে কারবেরির হাতে ক্যাচ দিয়েছেন আগের টেস্টে সেঞ্চুরি হাঁকানো ডেভিড ওয়ার্নার। আউট হওয়ার আগে ২৯ রান করেছেন তিনি।

দ্বিতীয় উইকেটে ১২১ রানের জুটি গড়েছেন ক্রিস রজার্স ও শেন ওয়াটসন। দলীয় ১৫৫ রানে এই জুটি ভেঙে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। আউট হওয়ার আগে ক্যারিয়ারের ২১তম টেস্ট হাফসেঞ্চুরি করেছেন শেন ওয়াটসন (৫১)। তার পরই প্যাভিলিয়নের পথ ধরেছেন ক্রিস রজার্স। গ্রায়েম সোয়ানের বলে আউট হয়েছেন তিনি (৭২)।

অপরপ্রান্তে অধিনায়ক মাইকেল ক্লার্ককে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সতীর্থ স্টিফেন স্মিথ। ৬ রান করে স্পিনার মন্টি পেনেসারের বলে আউট হয়েছেন তিনি।

প্রথম টেস্টে ব্যর্থ হয়েছিলেন অভিষিক্ত জর্জ বেইলি। তবে এই টেস্টে রানের নাগাল পেয়েছেন। করেছেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। ব্যক্তিগত ১০ রানে নতুন জীবন পেয়েছিলেন বেইলি। স্টুয়ার্ট ব্রডকে হুক করতে গিয়ে ডিপ ফাইন লেগে সোয়ানের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়েছেন তিনি। তার আগে ৫৩ রান করেছেন।

ব্রাড হ্যাডিন ব্যাটিংয়ে নেমেই মাইকেল কারবেরির হাতে ক্যাচ দিলেও তা তালুবন্দী করতে ব্যর্থ হয়েছেন তিনি। দিন শেষে ৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। আর মাইকেল ক্লার্ক ব্যাট করছেন ৪৮ রানে।

ব্রড ২টি এবং অ্যান্ডারসন, সোয়ান ও পেনেসার নিয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৭৩/৫(রজার্স ৭২, ওয়াটসন ৫১, বেইলি ৫৩, ক্লার্ক ৪৮*, হ্যাডিন ৭*; ব্রড ৬৩/২)

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/ডিসেম্বর ৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর