thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘নেইমারের অভিজ্ঞতায় ব্রাজিল আলোকিত হবে’

২০১৩ ডিসেম্বর ০৫ ১৯:৫৬:৩৫
‘নেইমারের অভিজ্ঞতায় ব্রাজিল আলোকিত হবে’

দ্য রিপোর্ট ডেস্ক : ব্রাজিলিয়ান তারকা নেইমারের ইউরোপ অভিজ্ঞতা বিশ্বকাপে ব্রাজিলকে সহায়তা করবে। ঠিক এমনই আশা দেশটির কিংবদন্তি ফুটবলার পেলের।

আগামী বছর জুনে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে ঘিরে পুরো ব্রাজিল উৎসব নগরীতে পরিণত হয়েছে। দ্বিতীয়বারের মতো দেশের মাটিতে বিশ্বকাপ উপভোগ করার অপেক্ষায় উন্মুখ হয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের আমেজে নেইমার ভাস্বর হয়ে ব্রাজিলের পক্ষে নিজের প্রতিভার প্রমাণ দেবেন বলেই পেলের মন্তব্য। বলেছেন, ‘ব্রাজিল কাউকে ভয় পায় না। আমি আশা করি যে ধরনের অভিজ্ঞতা সে ইউরোপে সঞ্চয় করছে তাতে ব্রাজিলের হয়ে নেইমার দারুণ পারফর্ম করবে।’

শুক্রবার ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রিসোর্ট কোস্টা ডো সোইপেতে বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হচ্ছে। তবে সেই ড্র’তে ৩২টি দেশের মধ্যে কোনো দেশের নাম উঠানোয় তিনি আগ্রহী নন বলেই জানিয়েছেন ৭৩ বছর বয়সী পেলে। তিনি বলেছেন, ‘জুনে কনফেডারেশন কাপ চলাকালীন সময়ে দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ যে বিরোধিতা করেছে তা বিশ্বকাপ আয়োজনে কোনো প্রভাব ফেলবে না।’

৩ বার বিশ্বকাপ জয়ী পেলে বলেছেন, ‘আমি মনে করি মানুষ বুঝতে পারবে বিশ্বকাপ আয়োজনটা আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মানুষ বিরোধিতা করতে পারে, কিন্তু তাই বলে বিশ্বকাপ আসর আয়োজনকে নষ্ট করে দিতে পারে না।’

শুক্রবার ফিফা কিংবদন্তি পেলেকে ঠিক কিভাবে বিশ্বকাপের আয়োজনে উপস্থাপন করবেন; এখনো প্রকাশ করেনি। শুধু বলেছে, ‘পেলেকে নিয়ে চমক থাকছে।’ সেই চমকের অপেক্ষায় ফুটবলপ্রেমীরাও।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর