thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

তারেক মাসুদ জন্মোৎসবের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজন

২০১৩ ডিসেম্বর ০৬ ২৩:৩৬:৪৬
তারেক মাসুদ জন্মোৎসবের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজন

দ্য রিপোর্ট প্রতিবেদক : চারপাশে ফুল, আলোকচিত্র আর তারেক মাসুদের ভক্তানুরাগীর সরব উপস্থিতি। একদিকে আয়োজকদের কর্মব্যস্ততা অন্যদিকে বর্ণাঢ্য আয়োজন উপলব্ধির জন্য কৌতুহলি দর্শক। নানা রকম ফুলের রকমারি স্থাপনা আর তারেক মাসুদের কর্মময় জীবনের নানা আলোকচিত্র শুক্রবার বিকেলে প্রদর্শনী নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু হবার পূর্বেই জাতীয় চিত্রশালা মিলনায়তন প্রাঙ্গণে এক তারেকময় আবহের সৃষ্টি করে।

তারেক মাসুদের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমীর সহযোগিতায় তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট্রের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতেই উৎসবের উদ্বোধন ও সূচনা বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ।

এসময় তিনি প্রয়াত এই নির্মাতার কর্মময় জীবনের স্মৃতি বুকে ধারণ করে এগিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন। মননশীল এ যাত্রাপথে চলচ্চিত্রানুরাগীদের সহায়তা কামনা করেন।

উদ্বোধন শেষে ‘আমাদের সিনেমার জাতীয় (পরি) ভাষা নির্ণয়ের আকাঙ্খা ও তারেক মাসুদের আদমসুরত’ শীর্ষক স্মারক বক্তৃতা করেন নুরুল আলম আতিক।

নির্মাতা নুরুল আলম আতিক তার বক্তৃতায় বাংলাদেশে চলচ্চিত্রের উদ্ভব ও বিকাশের সঙ্গে তারেক মাসুদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন। অত:পর তারেক মাসুদের ‘চলচ্চিত্রলেখা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ।

প্রকাশনা পর্বের পর আদমসুরত নিয়ে আলোচনা করেন হামিদা হোসেন, আবুল খায়ের ও মোরশেদুল ইসলাম। সবশেষে আদম সুরত সম্পর্কে তারেক মাসুদের সাক্ষাৎকার ও আদম সুরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোট/এমএ/এমসি/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর