thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

হাসিনার অধীনে কোনো নির্বাচন নয় : বিএনপি

২০১৩ ডিসেম্বর ০৭ ১৮:৪৯:২৯
হাসিনার অধীনে কোনো নির্বাচন নয় : বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির মুখপাত্র সালাহ্ উদ্দিন আহমেদ বলেছেন, এই জনপদের মানবতার শত্রু, গণহত্যাকারী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের সম্মেলন হলেও হতে পারে, কিন্তু জাতীয় সংসদের নির্বাচন হতে পারে না। এই সত্য আজ দেশে-বিদেশে প্রতিষ্ঠিত।

নির্দলীয় সরকারের দাবি আদায়ে তৃতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনের চিত্র তুলে ধরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়। প্রধানমন্ত্রীর পিতা বাকশালী সংশোধনের মাধ্যমে তৎকালীন সংসদকে পুনর্বার আরও এক মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সভানেত্রীও আইন জারি করে আরেকবারের জন্য এই সংসদকে বিনা ভোটে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিতে পারেন। তাতে অন্তত রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে না।

সালাহউদ্দিন বলেন, ইতোমধ্যে জানা গেছে অবৈধ আওয়ামী সরকারের ৩৩ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক মন্ত্রীসহ অনেকেই বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। আরো ১০৩ আসনে একক প্রার্থী হওয়ার ব্যবস্থা হচ্ছে। কোনো কোনো আসনে প্রার্থীই নেই।

তিনি বলেন, যে প্রহসনের নির্বাচনে কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেয়নি, এমনকি নির্বাচন কমিশনে নিবন্ধিত অধিকাংশ পর্যবেক্ষক সংস্থা পর্যবেক্ষণের জন্য আবেদন করেনি, যে একতরফা নির্বাচনে শিক্ষক সমাজের একটি বৃহৎ অংশ দায়িত্বপালনে অপারগতা প্রকাশ করেছে; সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য এই অবৈধ সরকার ও তার গৃহপালিত নির্বাচন কমিশন গোঁ ধরে বসে আছে।

বিএনপির মুখপাত্র বলেন, আমরা নির্বাচন কমিশনকে আবারো আহ্বান জানাই- সরকারের তল্পিবাহক না হয়ে একতরফা প্রহসনের নির্বাচন অবিলম্বে স্থগিত করুন। অন্যথায় জাতির ইতিহাসে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন। তিনি বলেন, প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে আহ্বান জানাই- আপনারা জনগণ এবং রাষ্ট্রের সেবক হিসেবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন। কোনো ব্যক্তি বা দলের অবৈধ ইচ্ছা বা আদেশ পালনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবেন না। জনগণের প্রতিপক্ষ হয়ে বিজাতীয় শত্রুর মতো আচরণ করবেন না।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের সকল গণতন্ত্রকামী জনগণ এবং নির্দলীয় সরকারের দাবিতে ঐক্যবদ্ধ। সকল দলের সকল নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি- অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। জনতার বিজয় সন্নিকটে।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/সাদি/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর