thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ভারতে ফের গণধর্ষণ

২০১৩ অক্টোবর ২৩ ১৭:১৪:১৫
ভারতে ফের গণধর্ষণ
দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতে ফের গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার হায়দারাবাদে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ভলভো কারে উঠিয়ে চালকসহ দু’জন মিলে ধর্ষণ করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার এটি একটি অপহরণ মামলা হিসেবে নথিভুক্ত হলেও মঙ্গলবার পুলিশ ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করে।

শুক্রবার রাত ৮ টা ২০ মিনিটে মাধারপুর থেকে ২৩ বছর বয়সি ঐ সফটওয়্যার ইঞ্জনিয়ারকে ভলভো D6-S 60 মডেলের কারে উঠিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর প্রায় ৪ ঘন্টা বিভিন্ন রাস্তায় গাড়িটি চালিয়ে ওপেন মাইন্ড বিরলা স্কুলের পাশে এক নির্জন স্থানে নিয়ে গাড়িচালক ও তার সহযোগী মিলে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর রাত ২ টা ৩০ মিনিটে তরুণীটির হোস্টেলের সামনে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

দুর্বৃত্তরা ফেলে যাওয়ার পর তরুণীটির বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে থানায় মামলা করে।

হায়দারাবাদ পুলিশ কমিশনার সিভি আনন্দ বলেন, ‘চালক সতীশ (৩০) ও তার সহযোগী ভেঙ্কটেশওয়ারলু (২৮) উভয়েই পেশায় গাড়িচালক। তারা ধর্ষিতাকে মাধারপুরের ইনরবিট শপিংমলের সামনে থেকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। প্রায় ৬ ঘন্টা পর তারা তরুণীটিকে তার হোস্টেলের সামনে ফেলে রেখে যায়। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

তরুণীটি নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য ৪০ রুপিতে ট্যাক্সিটি ভাড়া করে। এরপরই ঐ দুই দুর্বৃত্ত এ পাশবিক কর্মকাণ্ড করে।

প্রসঙ্গত, তরুণীটি মাত্র দু’মাস আগে চাকরির কারণে হায়দারাবাদ আসে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর