thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

শাহ আমানতে চালু অটোরিফুয়েলিং সিস্টেম

২০১৩ অক্টোবর ২৩ ১৭:৩৮:৫১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
শাহ আমানতে চালু  অটোরিফুয়েলিং সিস্টেম
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চালু হলো প্রত্যাশিত অটো রিফুয়েলিং সিস্টেম। এতে করে রিফুয়েলিংয়ে সময় লাগবে পুরোনো পদ্ধতির এক-তৃতীয়াংশ।বুধবার সকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান নতুন পদ্ধতিটি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলম, পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক এমএ খায়ের, আলী হোসেন, এনায়েত কবির চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ফারুক খান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নেয়। ইতোমধ্যে দুটি বোর্ডিং ব্রিজ করা হয়েছে। আরও দুটি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হবে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক স্বীকৃতি সনদও পেতে যাচ্ছে বিমানবন্দরটি।বন্দর থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বৃদ্ধি করার চেষ্টাও চলছে। ইতোমধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক ও থাইল্যান্ডে ফ্লাইট চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিমানবন্দরটি আন্তর্জাতিকমানে উন্নয়নে প্রয়োজন ছিল উড়োজাহাজে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহের বিষয়টি।প্রায় সাড়ে চার মাস নির্মাণ কাজ চলার পর এখন পুরোপুরি ব্যবহার উপযোগী বন্দরের রিফুয়েলিং স্টেশনটি।

এ প্রসঙ্গে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক এমএ খায়ের জানান, অটো রিফুয়েলিং সিস্টেম স্থাপনের ফলে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর অনেক সময় সাশ্রয় হবে। আগে একটি জাহাজে জ্বালানি সরবরাহ করতে ৪৫ মিনিট পর্যন্ত সময় লাগতো এখন সেখানে ১৫ মিনিটের মধ্যে সরবরাহ করা যাবে।

জুন মাসে এই প্রকল্পের অবকাঠামোগত কাজ শুরু হয়। দক্ষিণ আফ্রিকার ইনকন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট প্রকল্পে যন্ত্রপাতি স্থাপনের কাজ করেছে ।

দক্ষিণ আফ্রিকার ইনকন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে’র কর্মকর্তা জানান, ম্যানুয়াল পদ্ধতিতে এতদিন জ্বালানি ভর্তি ভাউচার উড়োজাহাজের কাছে নিয়ে গিয়ে সেখানে পাইপ লাগিয়ে জ্বালানি সরবরাহ করা হতো। হাইড্রেন সিস্টেম স্থাপনের ফলে বিমানবন্দর গ্রাউন্ডে এখন আটটি হাইড্রেন পয়েন্ট স্বয়ংক্রিয় পদ্ধতিতে একই সময়ে একসঙ্গে আটটি উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহ করতে পারবে।

(দিরিপোর্ট২৪/আইজেকে/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর