thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

জামায়াত ইসলামী সোমবার দেশব্যাপী হরতাল ডেকেছে

২০১৩ ডিসেম্বর ০৮ ২০:০১:১৩
জামায়াত ইসলামী সোমবার দেশব্যাপী হরতাল ডেকেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামী সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানরবিবার রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতি থেকে জানা গেছে, ‘সরকারের পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্র’ এর প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে দলটি।

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, সরকার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে হত্যার উদ্দেশ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে। ভূয়া মোমেনা বেগম সাজিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু, এ রায়ের ১৩ দিন পর সরকার আইন সংশোধন করে সুপ্রিম কোর্টে আপীল করে। আপীল বিভাগ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। আপীল বিভাগের এই রায় নজিরবিহীন।’

তিনি বলেন, ‘সরকারের এই বিচার প্রক্রিয়া সম্পুর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই বিচার নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন ও বিতর্ক উঠেছে।’

ডা. শফিকুর বলেন,‘বাংলাদেশের সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আব্দুল কাদের মোল্লা রিভিউ করার অধিকার রাখেন। কিন্তু, ইতোমধ্যেই তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। সরকারের আইন প্রতিমন্ত্রী যে কোন মুহূর্তে রায় কার্যকর করার ঘোষণা দিয়েছেন। তাদের এই ঘোষণার মাধ্যমে প্রতীয়মান হয়, সরকার আব্দুল কাদের মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যার দিকে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন,‘সরকারের একদলীয় প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। সরকার কার্যত অচল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আব্দুল কাদের মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা নিতে চায় সরকার।’

সরকারের এই অপকৌশল ও জঘন্য ষড়যন্ত্র জনগণ যেকোনো মূল্যে প্রতিহত করবে উল্লেখ করে তিনি বলেন,‘যথাযথ আইনী প্রক্রিয়া ও সাংবিধানিক অধিকার ভূলুন্ঠিত করে আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হলে এর জন্য সরকারকে করুণ পরিণতি ভোগ করতে হবে।’

( দ্য রিপোর্ট/ কেএ/ এমডি/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর