thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

আমাকেও হত্যা করা হতে পারে : রাহুল গান্ধী

২০১৩ অক্টোবর ২৩ ২১:০১:৪৩ ০০০০ 00 ০০ ০০:০০:০০
আমাকেও হত্যা করা হতে পারে : রাহুল গান্ধী
দিরিপোর্ট২৪ ডেস্ক : বাবা রাজীব গান্ধী ও দাদি ইন্দিরা গান্ধীর মতো আমাকেও হত্যা করা হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধী রাজনৈতিক দল বিজেপি’কে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

বিজেপি বিরোধী রাজনীতি করায় পিতা ও দাদির মতো তাকে হত্যা করা হলেও তিনি তাতে বিন্দুমাত্র ভয় পান না বলে জানিয়েছেন নতুন প্রজন্মের এই নেতা।

রাজস্থানের চুরুতে জনসম্মুখে দেওয়া এক ভাষণে রাহুল বলেন, ‘আমার দাদিকে (সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী) হত্যা করা হয়েছে। আমার বাবাকে (রাজীব গান্ধী) হত্যা করা হয়েছে, সম্ভবত আমাকেও হত্যা করা হবে। আমি এটা নিয়ে চিন্তিত নই। আমি আপনাদের কাছে আমার অনুভূতিগুলো সব খুলে বলব।’

রাহুল বলেন, ‘যে কেউ রাগান্বিত হতে পারে। অনেকে তার এই রাগ সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়। রাজনীতিকরা এটা করে। অনেক দলও এটা করে। তারা মানুষকে আঘাত দেয়। রাগকে তারা চতুর্দিকে ছড়িয়ে দেয়। এ কারণেই আমি বিজেপি’র বিরুদ্ধে। কারণ, তারা রাজনৈতিক উদ্দেশ্যে ঠিক এ কাজগুলোই করে।’

৪৩ বছর বয়সী অবিবাহিত এই নেতা আরও বলেন, ‘আমি দেখেছি আমার মুখটি তাদের ভীষণ দুশ্চিন্তার জন্ম দেয়। এটা এ কারণে যে, আমি তাদের (বিজেপি) রাজনীতির বিরুদ্ধে। তারা কী না করতে পারে। তারা মুজাফ্ফরনগরে আগুন দেবে, গুজরাটে আগুন দেবে, ইউপিতে আগুন দেবে, কাশ্মীরে আগুন দেবে। এর জন্য সবাই ভূগবে। তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।’

যোগ্য তরুণদের সুযোগ দেওয়ার জন্য রাহুল গান্ধী কোটা পদ্ধতি বাতিল করার ঘোষণা দেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে আমরা আরও অনেক পরিবর্তন আনব এবং তরুণদের সঙ্গে নিয়েই আমরা তা করব। ৩শ’ থেকে ৪শ’ রাজনীতিক আমাদের দেশ পরিচালনা করছে। আমি চাই আগামী দিনগুলোতে লাখো তরুণ ‍মিলে দেশ চালাবে।’

আগামী নির্বাচন নিয়ে রাহুল বলেন, ‘২০১৪ তে ভোটযুদ্ধ হবে। আমার কাজ শুধু নির্বাচনে জয়ী হওয়াই নয়; ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও আপনাদের জানানো।’

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর