thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

পুলিশকে ককটেল মারার অভিযোগে গৃহপরিচারিকা আটক

২০১৩ ডিসেম্বর ০৯ ১৬:১৪:১৭

আহমদুল হাসান আসিক, দ্য রিপোর্ট : এবার হরতাল ও অবরোধে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগে গৃহপরিচারিকা শাহিনুর আক্তার সানুকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকাল ৯টায় গুলশানের ডিসিসি মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। তার স্বামীর নাম শওকত আলী এবং বাবার নাম আবদুল খালেক চৌকিদার। মধ্য বাড্ডার নামাপাড়া আদর্শনগরে মুরাদ আলী হাজীর বাড়িতে ভাড়া থাকে। সানু দীর্ঘদিন ধরে ঢাকায় থাকে এবং বিভিন্ন বাসা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে।

তবে তার গ্রামের বাড়ি কোথায় পুলিশ তা জানাতে পারেনি। এমনকি তার রাজনৈতিক পরিচয়ও জানা যায়নি।

কি উদ্দেশ্যে সে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে তাও জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে সে টাকার বিনিময়ে এই কাজ করেছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ওই নারীকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/এএইচএ/লতিফ/এমসি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর