thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার রগ কর্তন

২০১৩ ডিসেম্বর ০৯ ১৭:৩৩:১২
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার রগ কর্তন

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে এক বিএনপি নেতার ডান হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত কামরুল ইসলাম (৩২) শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

কানসাট বাজারের মন্দির এলাকায় সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাজাহান মিয়া দ্য রিপোর্টকে জানান, দুপুর ১২টার দিকে কানসাট বাজারের মন্দির এলাকায় কামরুল ইসলামের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ি কোপানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আজিজুল হক সুইট দ্য রিপোর্টকে জানান, ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে কামরুলের ডান হাত ও ডান পায়ের রগ কেটে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এআরএন/সাদি/এমএইচও/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর