thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ

২০১৩ ডিসেম্বর ০৯ ২১:৩৪:৫৮
রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিন ও জামায়াতের ডাকা হরতালে সোমবার রাজধানীতে সহিংসতা অব্যাহত রয়েছে। সন্ধ্যার পরও বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

ঘটনাস্থলে উপস্থিত থাকা কনস্টেবল বাদল জানান, কে বা কারা হঠাৎ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।

এ ঘটনার আধাঘণ্টা আগে ল্যাবএইড হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রেস ক্লাবের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ও তিনটি গাড়ি ভাংচুর করা হয়েছে। একই সময়ে ধানমন্ডির সংকর এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

সন্ধ্যার পর রাজধানীর শাহজাহানপুর এলাকায়ও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাত ৯টার দিকে গুলশানে মার্কিন দূতাবাসের সামনে একটি ৬ নাম্বার রুটে আগুন দেয় দুর্বৃত্তরা।

(দ্য রিপোর্ট/কেজেএন/এএইচএ/এআইএম/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর