thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

সিপাইবাগ ও মাদারটেকে জামায়াতের মিছিল

২০১৩ ডিসেম্বর ১০ ০৯:৩১:১৪
সিপাইবাগ ও মাদারটেকে জামায়াতের মিছিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সিপাইবাগ ও মাদারটেক এলাকায় হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল বের করে জামায়াতে ইসলামীর কর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করে।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মাদারটেক এলাকায় জামায়াতের কর্মীরা একটি মিছিল বের করে। এ সময় তারা ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অপরদিকে, সকাল ৮টায় দিকে খিলগাঁও সিপাইবাগ এলাকায় আরো একটি মিছিল বের করে জামায়াতে ইসলামী। পুলিশ এসে বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইটপাটকেল নিক্ষেপ করে।

খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তারা একজনকে আটক করে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/শাহ/এমডি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর